বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে এবং রংপুর ড্রিম সেচ্ছাসেবী সংগঠন ও রংপুর চক্ষু হাসপাতালের সহযোগীতায় বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্টেশন ক্লাব মিলনায়তনে বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও ছানি অপারেশন কর্মসূচি সকাল ১০ টায় উদ্বোধন হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও ছানি অপারেশন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রংপুর মোহাম্মদ রবিউল ফয়সাল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, রংপুর ড্রিম সেচ্ছাসেবী সংগঠন ও রংপুর চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বুলবুল আহমেদ, সেক্রেটারী আলহাজ্ব জাহেদুল ইসলাম সিদ্দিকীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও ছানি অপারেশন কর্মসূচিতে প্রায় ৪ শতাধীক মানুষ রেজিষ্ট্রেশন করে চিকিৎসা নেয় এবং ৩৫ জন ছানি অপারেশনের জন্য সিলেকশন হয়।
Leave a Reply