মোঃ সজিবুর রহমান ও সজিব (৩৫) পিতা মোঃ আমিনুর রহমান সাং কেল্লাবন্দ বিসিক, ওয়ার্ড নং ১৬, কোতয়ালী, মহানগর, রংপুর।তিনি ৯.৭.২০২৫ তারিখে রংপুর কোতয়ালী মেট্রোপলিটন অভিযোগ করেন যে, বিবাদী ১। মোছাঃ মনিকা খাতুন (৩০) ২। রায়হান হাসান (ন) বাবু (২৩) মোবাঃ ০১৩২৮৭১১৯৪৪ উভয় পিতা মোঃ মিলন মিয়া ৩। রনজিনা খাতুন (৫২) মোবাঃ ০১৭৯২৮১২৯৫১ স্বামী মোঃ মিলন মিয়া ৪। মিলন মিয়া (৬২) মোবাঃ ০১৭৬২৯৫৫৯৫০ পিতা খোকা প্রধান সর্ব সাং কেরানীপাড়া গাড়িয়ানটারী, থানা কোতয়ালী, মহানগর, রংপুরদের মধ্যে ১নং বিবাদী আমার স্ত্রী, ২নং বিবাদী শ্যালক, ৩ ও ৪নং বিবাদী আমার শ্বশুড়-শ্বাশুড়ি হয়। ১নং বিবাদীর সহিত প্রায় ১৬ বৎসর যাবত ঘর-সংসার করাকালে আমাদের ২ ছেলে সামির (১১) এবং মাহির (৬) জন্ম গ্রহন করে। আমার বড় ছেলে ৬ষ্ঠ শ্রেনীতে এবং ছোট ছেলে ১ম শ্রেনীতে লেখাপড়া করতেছে। আমার স্ত্রী ১নং বিবাদী অত্যন্ত রাগি, জেদি, বদমেজাজী এবং নিজের ইচ্ছামত চলাফেরা করে। ১নং বিবাদী অপর বিবাদীদের বুদ্ধি ও পরামর্শে চলে। ১নং বিবাদী আমার পিতা-মাতাসহ পরিবারের কাউকে মানে না। আমি ১নং বিবাদীকে ভাল হইতে বলিলে আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে। ২-৪নং বিবাদীকে বিচার দিলে তারাও আমাকে মারডাং করে হাত-পা ভাংগিয়া দিবে, আমার বড় ধরনের ক্ষতি করিবে বলে বিভিন্ন হুমকি প্রদান করে। ইতিপূর্বে ২-৪নং বিবাদীর বৃদ্ধি পরামর্শে ১নং বিবাদী আমার বাড়ি থেকে চলিয়া গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে নারী শিশু মামলা করিয়া আমাকে ৬২ দিন জেল হাজত খাটায়। মামলাটি অদ্যাবদী বিচারাধীন আছে। মামলাটি তুলে নিতে বলিলে ২-৪নং বিবাদীর বৃদ্ধি ও পরামর্শে ১নং বিবাদী কেরানীপাড়ায় অবস্থিত আমার পিতার নামীয় জমি থেকে ২ শতক জমি লিখে চায়। অন্যথায় মামলা তুলে নিবে না বলিয়া হুমকি প্রদান করে। মামলা থাকার পরও ১নং বিবাদী প্রায় ৩/৪ বৎসর পূর্বে রাগারাগি করে আমার বাড়ি থেকে চলে গিয়ে আমাকে একতরফা তালাক প্রদান করে। পরবর্তীতে আমি আমার সন্তান ২টির ভবিষ্যতের কথা চিন্তা করিযা সমস্ত কিছু মানিয়া নিয়ে ১নং বিবাদীকে নিয়ে সংসার করতে থাকি।
এরই ধারাবাহিকতায় গত ইং ২৬/৬/২৫ তাং সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় ১নং বিবাদী আমার ছোট ছেলেকে প্রাইভেট পড়ানোর কথা বলে ছোট ছেলেকে নিয়ে তার খালা ঝুনু বেগম স্বামী অজ্ঞাত সাং সূত্রাপুর, খানা তাজহাট, মহানগর, রংপুরের বাড়িতে চলে যায়। উক্ত ঘটনায় ২-৪নং বিবাদীকে জানাইলে তারা আমাকে বিভিন্ন হুমতি প্রদান করে এবং ১ মাসের মধ্যে আমার স্ত্রী ১নং বিবাদী আমাকে তালাক দিবে বলে জানায়। উক্ত ঘটনায় থানায় অভিযোগ করেছে সজিব।
পরিশেষে সংসার করার লক্ষ্যে বিবাদীদের হেফাজত থেকে স্ত্রী-সন্তানকে ফেরত পেতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে।
মোঃ সজিবুর রহমান (সজিব)
মোবাঃ ০১৭১৭৩৪৪৯০৪
Leave a Reply